শিল্পী নারীকে পাখির মতোই দেখেন। নদী নারী পাখি সবই যে প্রকৃতির অংশ। এ দেশের রমনীগুলো নদীর মতো, নদীও নারীর মতো কথা কয়। আর পাখি? তার গান নদী নারীর মতোই। বাদামি রঙের কাগজে চারকোলের এ ছবি নিয়ে যায় মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে।
ঢাকার নেদারল্যান্ডস দূতাবাসে শুরু হয়েছে বাংলাদেশি প্রখ্যাত শিল্পী প্রীতি আলীর ‘পাওয়ার অফ পেইন অ্যান্ড প্যাথোস ২’ শিরোনামে মাসব্যাপী একক চিত্রকর্ম প্রদর্শনী।